print this page
Pc FB লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Pc FB লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফেইসবুক টুইটারে লাইক পড়বে ধুমধাম (100% working)

ফেইসবুক পেজে লাইক বাড়াতে কে না চায়? তাই এই বিষয়ে বেশ জোরেশোরেই গবেষনা চালাচ্ছিলাম। গত পোষ্টে একটা কাযর্কর সাইটের নাম দিয়ে ছিলাম। আজ আবার আরেকটা পেলাম। ফালতু মনে করলে ব্যবহার কইরেন না, আমার তাতে ক্ষতি হবে না, তবে আমি কিন্তু কয়েক সপ্তাহ ব্যবহার না করে রেফারেন্স দেই না।
এই পেইজে রেজিষ্ট্রেশন করেন । এবং বামের মেনুগুলিতে লাইক দিতে থাকুন দেখবেন ডানে উপরের বারে আপনার পয়েণ্ট বাড়তে থাকবে। ঐ পয়েন্টকে ব্যবহার করতে হলে বামের মেনুতে দেখুন Add Page/Site এ গেয়ে আপনার ফেবু পেজটি add করে নিন । CPC ৬ বা ৭ বা ৮ দিয়ে নিন এবং Country বাংলাদেশ সিলেক্ট করে মজা দেখতে থাকুন। আর হ্যা প্রতিদিন ২০ টি বেশী ক্লিক করলে আপনি Daily Bonus  পাবেন ১৫০ পয়েন্ট।
1 মন্তব্য(গুলি)

ফেসবুকের থিম পরিবর্তন করুন একদম সহজ পদ্ধতিতে। মজিলা ফায়ারফক্স এ।

আসসালামু আলাইকুম। আশা করি সকলেয় ভাল আছেন।
আমরা সবাই কমবেশি ফেসবুক ব্যাবহার করি। ফেসবুক এর সাধারন লুক হল নীল-সাদা।
যারা এইটা ব্যাবহার করতে করতে বোর হয়ে গেছেন তাদের জন্য নিয়ে এলাম খুব সহজ পদ্ধতি তে থিম চেঞ্জ করার নিয়ম এজন্ন অবশ্যই আপনার ফায়ারফক্স থাকতে হবে। তো কিভাবে করবেন? নিচে দেয়া হল।
স্টেপ ১ : ফায়ারফক্স এ প্রবেশ করে অপশন থেকে অ্যাড- অন্স সিলেক্ট করুন। অ্যাড -অন্স এর সার্চ বক্স এ লিখুন stylish.
সর্বপ্রথম যে অ্যাড অন্স টি আসবে সেটি ইন্সটল করুন। ইন্সটল এর পর ফায়ার ফক্স রিস্টার্ট দিন।
স্টেপ ২ঃ এইবার নীচের চিহ্নিত জায়গায় ক্লিক করুন।
Capture44-01
ক্লিক করার পর নীচের মত একটা পেজ আসবে। পেজ এর লিঙ্ক এ ক্লিক করুন।
Capture44-02
ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজ এ নিয়ে যাবে । সেই পেজ এর নিচে দেয়া চিহ্নিত অংশে ক্লিক করুন।
Capture44-03
তারপর যা করার টা আপনি নিজেয় বুঝতে পারবেন । আপনার পছন্দ মত থিম ইন্সটল করুন আর মজা করুন। আজ এ পর্যন্তই । যত শীঘ্র সম্ভব গুগল ক্রমের জন্য পদ্ধতি টা দিব ।
নিচে ২ টা ছবি দিলাম ।। পরিবর্তিত থিম এর নমুনা । একটা লগ ইন স্ক্রীন । আরেকটা হোম পেজ।
Capture44-04
Capture44-05
0 মন্তব্য(গুলি)

সক্রিয় করুন ফেসবুকের নতুন লুক!!!

ফেসবুক আবার একটি বিশাল চমক নিয়ে আসল! ফেসবুক ইন্টারফেসের পরিবর্তন এসেছিল অনেক আগে, যদিও কিছু কিছু পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু এইবার ফেসবুকে আনা হয়েছে সম্পূর্ণ আলাদা ইন্টারফেস। এখন আপনিও সক্রিয় করতে পারেন ফেসবুকের এই অসাধারণ ইন্টারফেস! কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে আপনিও এটি উপভোগ করে পারবেন!!! ;)
নিচের পদ্ধতি অনুসরণ করুন, আর কি কি পরিবর্তন আনা হয়েছে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন:
Video link- https://www.youtube.com/watch?v=5ss64KfgiKM

আপনার ফেসবুক আকাউন্টে যে ভাবে এই নতুন নিউজফিড সক্রিয় করতে পারবেন:

১. আপনার ফেসবুক আকাউন্টে অবশ্যই Logged In থাকতে হবে।
২. লগইন থাকা অবস্থায় এই লিংকএ প্রবেশ করতে হবে- https://www.facebook.com/about/newsfeed
৩. ঐ পেজের একেবারে শেষে "Try the New Look" বাটনে ক্লিক করুন।
 
৪. কাজ শেষ, আপনি এখন Waiting list এ আছেন। ফেসবুক যত দ্রুত সম্ভব আপনাকে নেটিফিকেশন পাঠিয়ে দিবে, যে আপনার একাউন্টে এটি সক্রিয় হয়েছে।

৫. কিছু দিন অপেক্ষা করুন, দেখবেন ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে!!
*উপভোগ করুন ফেসবুকের এই অসাধারণ লুক!!! :D
0 মন্তব্য(গুলি)

ফেসবুক হ্যাকিং থেকে নিজেকে বাঁচাতে জানা টিপস পুনরায় জেনে নিন …

আমাদের প্রত্যেকের কাছেই ফেসবুক আইডিটা অনেক আপন এবং অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধরুন, একদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে লগিন করলেন। কিন্তু কোনমতেই লগিন করতে পারছেন না। আপনার আর বুঝতে অসুবিধা নেই যে আপনার একাউন্ট হ্যাকিং এর শিকার। তাই এরকম আকস্মিক হ্যাকিং থেকে বাঁচতে প্রয়োজন কিছু বিষয় জানা এবং তা মানা । আজ আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। আশা করি এসব মেনে চলেন আপনার ফেসবুক আইডি হ্যাকিং থেকে বাঁচবে। চলুন জেনে নেই আজকের গরম গরম টিপস :-
ফেসবুক
  • কখনই, কোনমতেই পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন। এমনকি আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথেও পাসওয়ার্ড বলা থেকে দূরে থাকুন।
  • ব্রাউজারে সবসময় Secure Connection অবস্থায় ফেসবুক ব্রাউজ করুন।
  • ফেসবুকে কোন অবস্থায় বিভ্রান্তিকর লিঙ্কে ক্লিক করবেন না। আমি এ বলছিনা যে, লিঙ্কে ক্লিক করার উপর ১৪৪ ধারা জারি করুন। আমি বলছি, আপনার কাছে বিভ্রান্তিকর/অপ্রয়োজনীয় লিঙ্ক থেকে বিরত থাকুন। হ্যাকাররা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আইডি হ্যাকিং করে থাকে।
  • Unauthorized Apps ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • আপনার একাউন্টে Secondary Email অর্থাৎ দুইটি ইমেইল ব্যবহার করবেন। কারণ কোন কারণে আপনার ফেসবুক হ্যাক হলে আপনার দেয়া দ্বিতীয় ইমেইলে প্রয়োজনীয় তথ্য ফেসবুক পাঠিয়ে দিবে। যার মাধ্যমে আপনার আইডি পুনরুদ্ধার করবে।
  • আপনার ব্যক্তিগত তথ্য, ইমেইল, মোবাইল নম্বর এসব অপরিচিত ব্যক্তিদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। এধরনের তথ্য ফেসবুকে দিলে তার Privacy কখনই Public করে রাখবেননা।
  • আপনার পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করুন। সবসময় ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবেন অর্থাৎ  সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড, পাসওয়ার্ড হিসেবে আপনার মোবাইল নম্বর ব্যবহার, ছোট পাসওয়ার্ড ব্যবহার করবেননা। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা বিরক্ত মনে করলে চলবেনা। এটি অধিক গুরুত্বপূর্ণ একটি কাজ।
বিষয়গুলো আমাদের সবারই প্রায় জানা। তবে সেগুলো আমরা সাধারণত মানিনা। ফেসবুকের আইডি সুরক্ষিত রাখতে আমাদের উচিৎ এসব বিষয় লক্ষ্য রাখা
0 মন্তব্য(গুলি)

মাত্র একটি ক্লিক করে জেনে নিন ::ফেসবুক:: পেজের সব কিছু!!

মাত্র একটি ক্লিক করে জেনে নিন ফেসবুক পেজের সব কিছু!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করছি যার মাধ্যমে অনায়াসেই আপনি যেকোনো ফেসবুক পেজের ID, Total Likes, Talking About সহ আরো অনেক তথ্য মোবাইলের মাধ্যমেই বের করতে পারবেন । ইচ্ছা করলে পিসি এর মাধ্যমেও করতে পারবেন।


এজন্য আপনাকে

যা করতে হবে :


1. যে পেজের তথ্য বের করা প্রয়োজন username খুজে বের করুন ।


যেমন http://www.facebook.com/bdfour20 এই পেজের username হল bdfour20


** নিম্নোক্ত লিঙ্কের username এর জায়গায় আপনার কাঙ্খিত পেজের username বসিয়ে ক্লিক করুন


http://graph.facebook.com/bdfour20


** এবার উল্লিখিত লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন ঐ পেজের ID, Total Likes, Talking About সহ আরো অনেক তথ্য ।


সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
0 মন্তব্য(গুলি)
 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com